চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লা সদরের বানাসুয়া এলাকায় চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেলপথ যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কুমিল্লা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ক্রাইম রিপোর্টার ২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে লাকসাম থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।