খুলনায় জামায়াত-শিবিরের ১১২ নেতা-কর্মী গ্রেফতার
খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি মিম মিরাজ হুসাইনসহ জামায়াত-শিবিরের ১১২ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ নগরীর বসুপাড়াস্থ সিদ্দিকীয়া কামিল মাদরাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ওই মাদরাসার একটি কক্ষে জামায়াত-শিবির নেতা-কর্মীদের গোপন বৈঠক চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ক্রাইম রিপোর্টার ২৪.কমকে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।