ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতারা। সোমবার দুপুর সাড়ে ১২টায় তারা ছাত্রলীগের সদ্যবিদায়ী কমিটির নেতাদের নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিদায়ী কমিটির সভাপতি বদিউজ্জমান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বিভিন্ন ইউনিটের নেতারা।