জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বাদীকে জেরা করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। দেড় ঘণ্টা জেরা করার পর তাদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩ আগস্ট পরবর্তী জেরার জন্য দিন ধার্য করেছে আদালত।
ঢাকার বিশেষ জজ আদলত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন মামলার বাদী দুদকের উপ পরিচালক হারুনুর রশিদকে জেরা করেন। জেরার সময় খালেদা জিয়াসহ অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে বকশিবাজারের অস্থায়ী আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে আদালতে পৌঁছান।
এর আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সকাল সাড়ে ৯টায় বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতের উদ্দেশে রওনা দেন তিনি।