প্রকাশ : ০৬ আগষ্ট ২০২২(শনিবার)১২:৪২ এএম
স্বামীর ওপর রাগ করে সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে গেছে প্রিয়তমা স্ত্রী।সেই স্ত্রীর রাগ ভাঙাতে মরিয়া স্বামী। আবার অফিসও কামাই দেয়ার সুযোগ নেই। তাই ছুটির আবেদন করেছেন স্বামী। ছুটির আবেদনপত্রে বসকে উদ্দেশ্য করে লিখেছেন, স্ত্রী আমার ওপর রাগ করে বাপের বাড়ি চলে গেছে। স্ত্রীর রাগ ভাঙাতে হবে। দয়া করে তিন দিনের ছুটি দিন।ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
জানা গেছে, ওই ব্যক্তির নাম শামশাদ আহমেদ। তিনি কানপুরের একজন শিক্ষা কর্মকর্তা। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় তার। দুই মেয়েকে সাথে নিয়ে শামশাদের স্ত্রী বাপের বাড়ি চলে যান। বিষয়টি নিয়ে অনেক চিন্তিত ছিলেন শামশাদ। শেষমেশ আসল কারণ জানিয়ে বসের কাছে ছুটির আবেদন করেন তিনি। ৪ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত ছুটির আবেদন করেছেন শামশাদ।
আবেদনপত্রে শামশাদ আরও লিখেছেন, এই সমস্যা সমাধানে আমাকে স্ত্রীর কাছে যেতেই হবে। ওর রাগ ভাঙিয়ে বাড়ি ফিরিয়ে আনতে হবে। যতই হোক, ভালবাসার বিষয় তো! শামশাদের এমন আবেদন ফেলতে পারেননি তার বস। ছুটি মঞ্জুর হয়েছে তার।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের। সূত্র :এনডিটিভি