প্রকাশ : ০৫আগষ্ট ২০২২(শুক্রবার)১০:১২ এএম
সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ায় স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টরসহ পাঁচ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
ভারতের তামিলনাড়ুর নাগাপত্তিনাম জেলা পুলিশ সুপার এই আদেশ দেন। শুক্রবার (৫ আগস্ট) এ খবর প্রকাশ করে এনডিটিভি।
খবরে বলা হয়, গত রোববার তামিলনাড়ুর মায়িলাদুথুরাই জেলার সেম্বানারকোভিল এলাকায় সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। এতে ওই পাঁচ পুলিশ সদস্য অংশ নিয়ে র্যাম্পে হাঁটেন।
প্রতিযোগিতায় অংশগ্রহকারী পুলিশ সদস্যরা হলেন- রেণুকা, অশ্বিনী, নিত্যশিলা, শিবানেসান ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর সুব্রহ্মণ্যম। তারা বর্তমানে সেম্বানারকাইল থানায় কর্মরত আছেন।
খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
সূত্র :এনডিটিভি।