প্রকাশ : ০৪ আগষ্ট ২০২২(বৃহস্পতিবার) ১০:৫১ পিএম
রাজধানীতে ১ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
আজ(৪ আগষ্ট) শ্যামপুর মডেল থানার জুরাইন এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল।
আটককৃতরা হলেন,আব্দুল মালেক (২০) ও মো. মেজবাহ উদ্দিন (২০)
র্যাব সূত্রে জানা গেছে,আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের কাছে ৩টি মোবাইল ও নগদ ৩০০ টাকা টাকা পাওয়া যায়।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।