প্রকাশ : ০২ আগস্ট ২০২২(মঙ্গলবার) ০৯:৪৪ পিএম
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। এর মধ্যে ৫১ জন ঢাকার বাসিন্দা। বাকি ১৪ জন ঢাকার বাইরের।মৃত্যু হয়েছে দুইজনের।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
আজ (২ আগস্ট) মঙ্গলবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। ফলে এ বছর এখনো ১২ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে।
ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীদের নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩২২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৪৬ জন। বাকি ৭৬ ঢাকার বাইরের।
উল্লেখ্য,চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ২ হাজার ৮১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৭৮ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।