প্রকাশ : ০১ আগস্ট ২০২২(সোমবার)০১:০৩ এএম
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. আবুল কালাম আজাদ (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
গতকাল (৩১ জুলাই) রোববার দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগে মা ও শিশু হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তামান্না আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্রাইম রিপোর্টার২৪.কমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন,ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
স্থানীয় সূত্রের জানা গেছে, নিহত আবুল কালাম আজাদ মোটরসাইকেলে করে ইংলিশ রোডে নিজ দোকান যাচ্ছিলেন। পথে রায়েরবাগ মা ও শিশু হাসপাতলের সামনে পৌঁছালে তাজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।