প্রকাশ : ০১ আগস্ট ২০২২(সোমবার)১২:৪৮ এএম
সাতক্ষীরার কালিগঞ্জে মানবতাবিরোধী অপরাধের ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হামিদ খানকে (৭৯) আটক করেছে পুলিশ। খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
মানবতাবিরোধী আসামি আব্দুল হামিদ উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা এলাকার বাসিন্দা।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান ক্রাইম রিপোর্টার২৪.কমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আব্দুল হামিদ খান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গতকাল (৩১ জুলাই)রোববার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আসামিকে আজ (১ আগস্ট)সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।