প্রকাশ : ৩১ জুলাই ২০২২(রোববার) ০৩:৫৪এএম
বার্মিংহামে চলমান ২২তম কমনওয়েলথ গেমসের ভারত্তোলনে পুরুষদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে পঞ্চম হয়েছেন বাংলাদেশের আশিকুর রহমান তাজ। খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
এনইসি হল ওয়ানে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডে স্ন্যাচে ৯৩ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজিসহ মোট ২১১ কেজি ওজন তুলে পঞ্চম হন তাজ।
এ ইভেন্টে মালয়েশিয়ার মোহাম্মদ আনিক বিন কাসদান ২৪৯ কেজি ওজন তুলে গেমসের নতুন রেকর্ড গড়ে স্বর্ণ পদক জয় করেছেন।
ভারতের সঙ্কেত মহাদেব স্বর্ণ জয়ী সারগার কাসদান থেকে মাত্র এক কেজি কম ওজন তুলে রৌপ্য পদক জিতেছেন। শ্রীলঙ্কার দিলঙ্কা ইসুরু কুমারা ইয়োদেজ ২২৫ কেজি তুলে ব্রোঞ্জ পদক জয় করেছেন।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।