প্রকাশ : ৩১জুলাই ২০২২(রোববার) ০১:২৭ এএম
সরকারি যেকোনো সিদ্ধান্তের বিষয়ে সরাসরি আপত্তি কিংবা অভিনন্দন বা সাধুবাদ জানানোর সুযোগ পেতে যাচ্ছেন দেশের সাধারণ জনগণ। জনগণের মতামত জানতে ‘জনতার সরকার’ নামে ওয়েব পোর্টাল চালু করতে যাচ্ছে দেশের সরকার। যেখানে ৫৬টি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরা হবে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
গতকাল (৩০ জুলাই) শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেরা প্রতিবেদন পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রীবলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাধারণ মানুষের মতামতও জানতে চায় সরকার। প্রস্তুত হচ্ছে সেই প্লার্টফর্মও। নাগরিকদের মতামত জানতে জনতার সরকার নামে ওয়েব পোর্টাল চালু হতে যাচ্ছে। যেখানে ৫৬টি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরা হবে।
তিনি বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেয় বাংলাদেশ আওয়ামী লীগ। ২০২১ সালে যার সফল বাস্তবায়ন হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে মুঠোফোন সংযোগ ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটি ছাড়িয়েছে। মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করছে প্রায় ১৩ কোটি নাগরিক। দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়নে পৌঁছে গেছে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। আট হাজারের বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে ৬ শতাধিক সরকারি সেবা অনলাইনে পাচ্ছেন সাধারণ মানুষ। এ ছাড়াও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান নিশ্চিতে গড়ে উঠছে শতাধিক আইটি ট্রেনিং সেন্টার ও হাইটেক পার্ক।
এঅনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেরা প্রতিবেদনের জন্য ৯ জন গণমাধ্যমকর্মীকে পুরস্কৃত করা হয়েছে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।