প্রকাশ : ২৭ জুলাই ২০২২(বুধবার) ১২:৩৩ পিএম
বিভিন্ন সময় কারণে-অকারণে আলোচনা-সমালোচনায় যার নাম উচ্চারিত হয়েছে,তিনি হলেন হিরো আলম । আসল নাম আশরাফুল আলম সাঈদ। তবে ‘হিরো আলম’ নামেই তিনি বেশ পরিচিত। সেই হিরো আলমকেই এবার জিজ্ঞাসাবাদের জন্যে নেয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা কার্যালয়ে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
আজ (২৭ জুলাই) বুধবার ক্রাইম রিপোর্টার২৪.কমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ।
বেলা ১১টা থেকে তাকে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, অনুমতি ছাড়া পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়ানো এবং রবীন্দ্র সংগীতসহ সংস্কৃতি বিকৃত করার অভিযোগে হিরো আলমকে ডেকেছিলো ডিবি পুলিশ। এ ধরনের কাজ আর কখনো করবে না বলে মুচলেকা দিয়েছে হিরো আলম।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।