প্রকাশ : ২৫ জুলাই ২০২২(সোমবার) ১১:২১ পিএম
আজ (২৫ জুলাই) সোমবার সকাল থেকে মুম্বাইযের আরব সাগরের তীরে ছড়িয়ে পড়ে নতুন চাঞ্চল্য। সালমান খানের পর খুনের হুমকি দেওয়া হয় ক্যাটরিনা কাইফ ও তার স্বামী ভিকি কৌশলকে। সোমবার সকালেই সান্তাক্রুজ পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন তারকা দম্পতি।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা-ভিকিকে প্রাণনাশের হুমকি দিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি। তাদের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই তদন্তে নতুন মোড়। জানা যায়, এক উঠতি অভিনেতা প্রাণনাশের হুমকি দিয়েছেন ক্যাটরিনা ও ভিকি তারকা দম্পতিকে।
ভিকি জানান, এক অচেনা ব্যক্তি তাকে হুমকি দিচ্ছেন, ইনস্টাগ্রামে পোস্ট করছেন হুমকির বার্তা। এমনকি সেই ব্যক্তি ক্যাটরিনাকে ফলো করছেন এবং তাকেও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। কিন্তু কে সেই ব্যক্তি, তা নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনার। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হল,জানা গেল হুমকিদাতার পরিচয়।
মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মানবিন্দর সিং। পেশায় সে স্ট্রাগলিং অভিনেতা ও ক্যাটরিনা কাইফের ভক্ত। ক্যাটরিনাকে বিয়ে করতে চাইতেন মানবিন্দর। সেই ইচ্ছে পূরণ না হওয়াতেই হুমকি দিচ্ছেন তিনি। তাই ক্যাটরিনার বিয়ের পর থেকেই তাকে ও ভিকিকে প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন।
শুধুমাত্র হুমকিই নয়, ফটোশপে ক্যাটরিনার সঙ্গে বেশ কিছু ছবিতে নিজের ছবি বসিয়েছেন ওই অভিযুক্ত ব্যক্তি। ভিডিওতেও এডিট করে ক্যাটরিনার সাথে নিজেকে যুক্ত করেছেন তিনি। সেই সব ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাকে আটকের পর সেগুলো জব্দ করেছেন মুম্বাই পুলিশ।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।