প্রকাশ : ২৯ জুন ২০২২ (বুধবার) ১০:১৬ পিএম
রাজধানীতে চলাচল করা রিকশাতে ডিজিটাল নাম্বার প্লেট দেয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
আগামী ছয় মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে।
আজ (২৯জুন) বুধবার সকালে রাজধানীর বনানীতে ডিজিটাল কোরবানির হাটের উদ্বোধন করার পর সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, আমাদের রিকশার লাইসেন্স আছে ২৮ হাজার আর রিকশা চলে ১০ লাখ। অর্থাৎ রিকশার লাইসেন্স সবাই নকল করে চলছে।
এ জন্য আমরা আগামী ছয়মাসের মধ্যে ডিজিটাল নাম্বার প্লেট করতে যাচ্ছি কিউআর কোডসহ। কিউআর কোড থাকায় সব তথ্য থাকবে।
তিনি আরো বলেন, প্রথম অবস্থায় ঢাকা শহরে দুই লাখ রিকশায় ডিজিটাল নাম্বার প্লেট করতে যাচ্ছি। এই নাম্বার প্লেট আসবে বাইরে থেকে, তাই নকল করার কারো কোনো সামর্থ্য নেই। খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।