প্রকাশ : ২৭ জুন ২০২২(সোমবার)০২:০১এএম
দক্ষিণী সিনেমার সাফল্যের হাত ধরে এরইমধ্যে একাধিক বলিউড সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী রেশমিকা মান্দানা। সম্প্রতি শেষ করলেন ‘গুডবাই’ শিরোনামের একটি সিনেমার কাজ। এতে প্রথমবারের মতো বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন তিনি।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে দারুণ উচ্ছ্বসিত রেশমিকা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অমিতাভ বচ্চন স্যার, আমি খুবই আনন্দিত এবং এত কৃতজ্ঞ যে আমি আপনার সাথে অভিনয় করতে পেরেছি। সেটে কখনও বুঝতে দেননি আপনি সুপারস্টার। অনেককিছু শিখিয়েছেন আপনি। যা আমার অভিনয় ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে। সত্যি আপনি বিশ্বের সেরা মানুষ!’
এছাড়া সিনেমাটির বেশকিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিদায়। গুডবাই-এর সেট থেকে বিদায় নিচ্ছি। দেখতে দেখতে দুই বছরের জার্নি শেষ হলো। তবে আপনাদের মতো আমিও গুডবাই কী সেটা দেখার অপেক্ষায় আছি। সিনেমাটিতে যাদের সাথে কাজ করেছি তাদের সবাই চিরদিন আমার কাছে সুপার স্পেশাল হয়ে থাকবে।
প্রেক্ষাগৃহে এসে হাসার জন্য প্রস্তুত হন।’ এই সিনেমাটি ছাড়াও ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করেছেন রেশমিকা। এতে তিনি পরিণীতি চোপড়ার স্থলাভিষিক্ত হয়েছেন। সিনেমাটিতে তিনি রণবীর কাপুর, অনিল কাপুর ও ববি দেওলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। আগামী ১১ আগস্ট ‘অ্যানিমেল’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।