গাইবান্ধা প্রতিনিধি।
প্রকাশ : ২৭ জুন ২০২২ (সোমবার) ১২:০১ এএম
প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কটূক্তির অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
রোববার (২৬ জুন) সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ পৌর এলাকার বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুমন সরকার রনি সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে। রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম।
তিনি ক্রাইম রিপোর্টার ২৪.কমকে বলেন, গত (২৫ জুন) শনিবার রাত ৯টা ২৫ মিনিটে রুমন সরকার রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কূটক্তিমূলক একটি পোস্ট দেন। এই অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে রুমন সরকারকে আটক করে। এ ঘটনায় রুমন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমন সরকার পোস্ট দেয়ার কথা স্বীকার করেছে। রুমন নিজেকে একসময়ের ছাত্রদলের সক্রিয় কর্মী দাবি করলেও এখন নেই বলে জানায়। সোমবার সকালে রুমনকে আদালতে হাজির করা হবে।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।