প্রকাশ : ২৩জুন ২০২২(বৃহস্পতিবার) ১০:৫০এএম
টানা বৃষ্টি কম হওয়ায় বন্যার পানি সামান্য কমে এসেছে সিলেট ও সুনামগঞ্জে। তবে এখনো সার্বিক পরিস্থিতির উন্নতি হয়নি।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
সুরমার পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । সদর, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় কিছু কিছু স্থানে মানুষ ঘরে ফিরেছে। তবে কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় সিলেটের ৫ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্গত সব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরমে। ত্রাণের অপেক্ষায় হাজারো বানভাসি মানুষ।
এদিকে, সুনামগঞ্জে এখনো পানিতে তলিয়ে আছে ১১ উপজেলার সবকটি গ্রাম। ভারি বৃষ্টি না থাকলেও আছে পাহাড়ি ঢল। পানিবন্দি কয়েক লাখ পরিবার,শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট কাটেনি এখনো। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি কাজ করছে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি,ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তবে ত্রাণ সহায়তা এখনো ধরা ছোঁয়ার বাইরে প্রত্যন্ত অঞ্চলের বানভাসিদের।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।