প্রকাশ : ২৩জুন ২০২২(বৃহস্পতিবার)০০:০০৩৫এএম
মালয়েশিয়া নারী ফুটবল দল ঢাকায় এসেছে সোমবার রাতে। বিলম্বিত ফ্লাইটে এসেছেন নারী ফুটবলাররা। ঢাকায় দুটি প্রীতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ বাংলাদেশ। আজ কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৬ জুন।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
মালয়েশিয়া বাংলাদেশের নারী ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে তাদের প্রস্ত্ততির জন্য। আসিয়ান দেশগুলোর মধ্যে টুর্নামেন্ট হয় সেখানে খেলবে মালয়েশিয়ার এই নারী দল। তাই তারা বাংলাদেশের বিপক্ষে খেলতে এসেছে।
সাবিনারা কোচ গোলাম রাব্বানী ছোটনের অধীনে অনুশীলন করে নিজেদের প্রস্ত্তত করছেন। গতকাল রাতে কমলাপুর স্টেডিয়ামে মালয়েশিয়ান ফুটবল দল অনুশীলন করেছে। অনেক দিন পর নিজেদের মালয়েশিয়ার বিপক্ষে নারী ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।