প্রকাশ : ২২জুন২০২২(বুধবার) ০৬:৩২পিএম
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়নের ৫০ জন গ্রাম পুলিশকে বিনামূল্যে দেয়া হলো বাইসাইকেল।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
বুধবার(২২ জুন) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় ও দাউদকান্দি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান এর সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন। তিনি বলেন, গ্রাম পুলিশরা গ্রামের তথা একটি ইউনিয়নের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করেন থাকেন। সে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলার ১৫টি ইউনিয়নের ৫০ জন গ্রাম পুলিশদেরকে নতুন হিরো জেড সাইকেল দেয়া হয়েছে।
পর্যায়ক্রমে শার্ট, প্যান্টসহ অন্যান্য আনুসাঙ্গিক সামগ্রীও দেয়া হবে। বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, গৌরীপুর ইউপি চেয়ারম্যান নোমান মিয়া, মারুকা ইউপি চেয়ারম্যান এসএম শাজাহান প্রমূখ।
বাইসাইকেল পেয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ লক্ষন ও রহমান, মারুকা ইউনিয়নের শাহপরান বলেন, সাইকেল পাওয়ায় আমাদের গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য আমরা গ্রামের ঘরে ঘরে দ্রুত পৌঁছে দিতে পারবো। পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক তথ্যও দ্রুত স্যারদের(প্রশাসন) কাছে দিতে পারবো।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।