প্রকাশ : ২২জুন ২০২২(বুধবার) ০১:১২ এএম
নবজাতক শিশুর জন্মের আগেই তার জন্যে ভালোবাসা নিয়ে অপেক্ষা করেন বাবা-মা। ধীরে ধীরে শিশু বড় হতে থাকলে তার প্রতিটি চাওয়া ও প্রয়োজন পূরণ করতে বাবা-মা তাদের সবটুকু দিয়ে প্রানপণ চেষ্টা করেন। প্রয়োজনের দিনগুলোতে সবচেয়ে বড় নির্ভরতা যেই বাবা-মা, বড় হয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই সন্তানের কাছে বাবা মায়ের জন্যে একই রকম ভালোবাসা থাকে তো! খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
বাবা মায়ের জন্য আমরা যা করতে পারি:
১। বাইরে গেলে ঘরে ফিরে প্রথমে বাবা-মায়ের সঙ্গে দেখা করুন
২। সুযোগ থাকলে তাদের পছন্দের কিছু নিয়ে আসুন
৩।বৃদ্ধ বয়সে রোগ-ব্যাধিতে আক্রান্ত হলে তাদের প্রতি অবহেলা করবেন না।
৪।নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন
৫। বাবা-মায়ের ওষুধ আছে কিনা খেয়াল রাখুন,না থাকলে দেখে এনে রাখুন
৬।অসুস্থ হলে নিজে হাসপাতালে নিয়ে যেতে চেষ্টা করুন।
৭।বাবা মায়ের পছন্দের খাবারগুলো তো আমরা সবাই জানি, তাই খেয়াল রাখুন বাড়িতে যেন নিয়মিত তাদের পছন্দের কিছু খাবার তৈরি করে তাদের খেতে দেয়া হয়।
৮।অনেক সময় ওনারা এমন কিছু বলেন যা হয়ত আমাদের ভালো নাও লাগতে পারে বা তাদের কথা ভুলও হতে পারে।
এমন সময়ও তাদের কথার প্রতিবাদ না করে বুঝিয়ে বলতে হবে। কখনোই ধমকের সুরে কথা বলা বলবেন না।
৯। তাদের হয়ত টাকার সমস্যা নেই, তারপরও হাত খরচ হিসেবে অল্প কিছু টাকা একটি সুন্দর খামে ভরে তাদের জন্য উপহার হিসেবে দিন
১০।চেষ্টা করুন দিনের অন্তত একবেলা বাবা মায়ের সঙ্গে খাওয়ার
১১। বাড়িতে অতিথি এলে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিন
১২।বাবা মায়ের আর্থিক অবস্থা খারাপ হলে তাঁদের সাথে খারাপ ব্যবহার করবেন না।
১৩। কোনো কারণে যদি বাবা-মা আলাদা থাকেন, তবে নিয়মিত ফোনে যোগাযোগ রাখুন।
১৪।কোথাও বেড়াতে নিয়ে যাওয়া, ছুটির দিনে একসঙ্গে বসে গল্প করাও সন্তান হিসেবে আমাদের জন্য সৌভাগ্য। কারণ বাবা-মা সব সময় থাকবেন না। তাদের সঙ্গে কাটানো সুন্দর সময়গুলো শুধু তাদের ভালোলাগার জন্যই নয়, এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন আমাদের সঙ্গী হবে প্রিয় বাবা মায়ের স্মৃতি হিসেবে।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।