প্রকাশ : ২১ জুন ২০২২(মঙ্গলবার) ১১:১০ পিএম
আর কখনোই সাইকেলে চড়বেন না বলে প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (২১জুন)মঙ্গলবার ইন্ডিপেনডেন্ট ডট ইউকে’র প্রতিবেদনে এ তথ্য জানা যায়।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
প্রতিবেদনে বলা হয়, আমেরিকা ফ্রিডম ট্যুরে যোগ দিয়ে এক সমাবেশে বাইডেনের সাইকেল থেকে পড়ে যাওয়ার ঘটনায় কটাক্ষ করে ট্রাম্প এই কথা বলেন। এ সময় তিনি বলেন, আমি আশা করি তিনি (জো বাইডেন) সুস্থ হয়ে উঠেছেন। কারণ তিনি সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন! আমি বিষয়টি নিয়ে মজা করছি না! আশা করছি তিনি (বাইডেন)ঠিকই আছেন।
ওই ঘটনার পর থেকে সাইকেলে চড়ার বিষয়েও হুঁশিয়ার ট্রাম্প। নিজেও একবার সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি- আমি আর কখনোই সাইকেলে চড়বো না।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।