প্রকাশ : ২১ জুন ২০২২(মঙ্গলবার) ০৭:৩০পিএম
স্পেনের সমুদ্রে বেড়াতে গিয়ে সমুদ্রের পানিতে কোনো পর্যটক প্রস্রাব করে ধরা পড়লে ৬৪৫ পাউন্ড (প্রায় ৭৩ হাজার টাকা) দিতে হবে জরিমানা। দেশটির গ্যালিসিয়া অঞ্চলের শহর ভিগোর আইন প্রণেতারা এমন আইন করেছেন।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সিটি কাউন্সিল সমুদ্রের পানিতে প্রস্রাব করাকে আইনের লঙ্ঘন ও স্বাস্থ্যবিধি এবং স্যানিটারি নিয়মের লঙ্ঘন বলে চিহ্নিত করেছে।
কর্মকর্তারা পর্যটনের উচ্চ মৌসুমে সমুদ্র সৈকতে আরো বেশি পাবলিক শৌচাগার স্থাপনের পরিকল্পনা করেছেন। তারা বলছেন, এর মাধ্যমে পর্যটকরা উপকৃত হবেন।
স্পেন আবর্জনা ফেলার বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি চালু করেছে। কেউ আবর্জনা ফেললে, সৈকতে গ্যাস সিলিন্ডার বা বারবিকিউ নিয়ে গেলে জরিমানার মুখে পড়তে হচ্ছে পর্যটকদের। সমুদ্রে সাবানের ব্যবহারেরও নিষিদ্ধ করা হয়েছে।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।