প্রকাশ : ১৯ জুন ২০২২(রবিবার) ০৯:৩৬ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছেন। তিনি এখনো সরকারের রোষানলে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
আজ (১৯জুন)রোববার বিকেলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র সাথে রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের সাথে আলপকালে এসব কথা বলেন?মির্জা ফখরুল ইসলাম ।
অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন বিএনপির মহাসচিব । প্রায় দেড় ঘণ্টার বৈঠকে দাবি আদায়ে নানা কর্মপন্থা নিয়ে আলাপ -আলোচনা করেন দুই দলের নেতারা। তিনি আরও বলেন, সরকার হটাতে যুগপৎ আন্দোলন করবে বিএনপি ও এনপিপি।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।