আজ ১৯জুন২০২২ রোববার।
আপনাদের সাথে আমি জান্নাতুল ফেরদৌস মেহরিন আছি সব সময়। আসুন চটপট দেখে নেয়া যাক আজকে কার দিনটা কেমন যাবে।তবে আমাদের পক্ষ থেকে সবার জন্যে থাকলো শুভ কামনা।
মেষ: আজ বিশ্রাম করার এবং মানসিক শান্তিতে থাকার দিন। সিঙ্গেলরা নতুন করে সম্পর্কে জড়াতে পারেন। আজ
নিজেকে বেশ কেয়ার-ফ্রি মনে হবে।
বৃষ: আর্থিক এবং পেশাদারি উভয় ক্ষেত্রেই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সম্পর্কে বেশ হাসিখুশি থাকবেন। অনেকেই আপনার মতামতের দাম দেবেন।
মিথুন : আজ এনার্জি তুঙ্গে থাকবে এবং সে অনুযায়ীই কাজও ভালো ভাবে এগোবে। পার্টনারের সঙ্গে রোম্যান্টিক সময় কাটান। আর্থিক বিষয়ে উন্নতি করবেন।
কর্কট: আজ মানসিক অশান্তি বা চাপ কমাতে মেডিটেশন করুন। কর্মক্ষেত্রে কোনও রকম বাধাবিঘ্ন আসবে না। সম্পর্কে কিছু জটিলতা তৈরি হতে পারে।
সিংহ: ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা হতে পারে। কাজ এবং পরিবারের মধ্যে ব্যালেন্স করে চলুন। আজ আত্মবিশ্বাসী থাকায় আপনি লক্ষ্য পূরণে সমর্থ হবেন।
কন্যা: আজ মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। সম্পর্কেও নানান বিভ্রান্তি তৈরি হতে পারে। কোনও কাজে হাত দেওয়ার আগে আজ বিশ্লেষণ করে নিতে হবে।
তুলা: আজ সারাদিন এনার্জি তুঙ্গে থাকবে। সমস্ত কাজ সুষ্টু ভাবে সম্পন্ন করে সকলের প্রশংসা কুড়োবেন। পার্টনারের সঙ্গেও সম্পর্ক মজবুত হবে।
বৃশ্চিক: আজ নিজের যত্ন নিন। সম্পর্কের ক্ষেত্রে খানিকটা নিরাশ হতে পারেন, সম্প্রতি অনেকের সঙ্গে সম্পর্কে থাকলেও আপনি যথাযথ পার্টনার খুঁজে পাচ্ছেন না।
ধনু : সম্পর্ক বা পার্টনারের থেকে ঠিক কী চান তা আজ আপনি যথাযথ ভাবে বুঝতে পারবেন। কর্মক্ষেত্রে আপনি আজ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছবেন।
মকর: আজ অ্যালার্জির সমস্যা হতে পারে। খুব কাছের মানুষের থেকে অপ্রত্যাশিত কোন উপহার পেতে পারেন।
কুম্ভ : আজ ঘন ঘন মুড সুইং হতে পারে। আপনার পার্টনার সমস্যায় রয়েছেন, তাঁকে সাহায্য করুন। অফিসে কলিগদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন।
মীন: আজ পজিটিভ মনোভাব থাকবে। আপনি আজ পার্টনারের মুড ঠিক করতে চাইলেও আশানুরূপ ফল পাবেন না। আপনার ব্যয় আজ আয়কে ছাড়িয়ে যাবে।
সৌজন্যে :ক্রাইম রিপোর্টার ২৪.কম।