প্রকাশ : ১৮ জুন ২০২২(শনিবার) ০২:৫৯ পিএম
বন্যাকবলিত পানিবন্দি মানুষের কষ্টের মধ্যেও উৎসব নিয়ে ব্যস্ত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
আজ (১৮ জুন)শনিবার সকালে রাজধানীর ভাটার থানা ওয়ার্ড বিএনপির সম্মেলনে এ মন্তব্য করেন ফখরুল । তার অভিযোগ, পদ্মাসেতুর উদ্বোধন বিনষ্টের অভিযোগ সরকারের অপপ্রচার। ষড়যন্ত্র হয়ে থাকলে তা প্রকাশ করার দাবি জানান তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সরকারের অপরিকল্পিত ব্রিজ ও বাঁধের কারণে বন্যা বেড়েছে। দুর্নীতির মহোৎসব হিসেবে যেখানে সেখানে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আরো বলেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাজাপ্রাপ্ত আসামি হাজী সেলিমকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হলেও বেগম খালেদা জিয়াকে তা দেয়া হচ্ছে না।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।