অনলাইন ডেস্ক।
পুরান ঢাকার বংশালে ৫ তলা বিশিষ্ট আতা মসজিদের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, রবিবার রাত ১০টার দিকে আতা মসজিদের পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আশপাশের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জোন প্রধান বজলুর রশিদ জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।