সুস্থ মুশতাকের হঠাৎ মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে : ড. কামাল
নিজস্ব প্রতিবেদক ।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত লেখক মুশতাক আহমেদের জামিন না পাওয়া এবং সুস্থ মানুষটার হঠাৎ মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। গতকাল ররিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
ড. কামাল বলেন, সরকারের হেফাজতে কারাগারে থাকাবস্থায় মুশতাকের মৃত্যুতে দেশবাসীর সঙ্গে আমিও মর্মাহত এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি । সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সত্যিকারের ঘটনা জনসম্মুখে প্রকাশের জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান। এছাড়া অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, ডিজিটাল কালো আইন বাতিল এবং গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে জনগণকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।