সাবেক এমপি মজিদ মণ্ডলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার ঢাকায় তার নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
মজিদ মণ্ডল সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
আবদুল মজিদ মণ্ডল মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মণ্ডল গ্রুপের চেয়ারম্যান মজিদ মণ্ডল ২০১৪ সালে সংসদ সদস্য হয়েছিলেন। ওই আসনে এখন সংসদ সদস্য তার ছেলে আব্দুল মমিন মণ্ডল।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।