৪০০ বছর পর মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো বিশ্ব
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক।
এক মহাজাগতিক অতিবিরল দৃশ্যের সাক্ষী হলো বিশ্ব। সৌর জগতের দুই গ্রহ বৃহস্পতি ও শনির যুগলবন্দি দেখলো বিশ্ববাসী। সোমবার বৃহস্পতি ও শনিকে একসঙ্গে মিশে যেতে দেখা গেছে। এই ঘটনা ‘দ্য গ্রেট কনজাংশন অব ২০২০’ নামে পরিচিতি।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
এই মহাজাগতিক ঘটনা গত চার শতাব্দী পর ঘটলো । অর্থাৎ, শেষবার যখন বৃহস্পতি-শনি এমন কাছাকাছি এসেছিল, তখন গ্যালিলিও বেঁচে ছিলেন।
বৃহস্পতি ও শনি সবশেষ এতটা কাছাকাছি এসেছিল ১৬২৩ সালে। অবশ্য সূর্যের কাছাকাছি থাকায় তখন ঘটনাটি পৃথিবী থেকে দেখা প্রায় অসম্ভব ছিল।
ধারণা করা হয়, গ্রহ দু’টির সবচেয়ে কাছাকাছি আসার ঘটনা বিশ্ব থেকে দৃশ্যমান হয়েছিল ১২২৬ সালের, যখন চেঙ্গিস খান এশিয়া জয় করেছিলেন। সৌরজগতের এ দুই গ্রহ এরপর ঘনিষ্ঠতম অবস্থানে আসতে পারে ২০৮০ সালের ১৫ মার্চ। তবে সূর্যের বিড়ম্বনায় সেটিও দেখতে পাওয়ার সম্ভাবনা কম।
ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষক অধ্যাপক ডেভিড ওয়েইনট্রাব জানিয়েছেন, এমন ঘটনা একজন মানুষ তার জীবনকালে একবারই দেখার সুযোগ পেতে পারেন। বিজ্ঞানীরা একে বলছেন গ্রেট কনজাংশন বা মহাসম্মিলন কিংবা মহাযুগলবন্দি।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।