পৌর নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানাল বিএনপি
নিজস্ব প্রতিবেদক ।
আসন্ন পৌরসভার নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
দলটি বলছে, বর্তমানে দেশে নির্বাচনের সার্বিক পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নয়, তথাপি স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক এবং রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে, নির্বাচন কমিশন ঘোষিত ২৫টি পৌরসভার মেয়র নির্বাচনে অংশ নেবে বিএনপি।
রবিবার রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গতকাল সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।