বিনোদন প্রতিবেদক।
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ (রোববার) ১০:০৩ এএম
টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। বাঁকুড়া থেকে আসানসোল যাওয়ার পথে ‘মহাগুরু’র গাড়ি দুর্ঘটনায় পড়ে। তবে মিঠুন বা তার সঙ্গে থাকা সবাই সুরক্ষিত আছেন।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
জানা গেছে, বাঁকুড়ায় কর্মসূচি শেষ করে শনিবার (২৬ নভেম্বর) আসানসোল যাচ্ছিলেন বিজেপি নেতা মিঠুন ও তার সফর সঙ্গীরা। সেইসঙ্গে সামনে-পেছনে মিঠুনকে নিরাপত্তা দেওয়ার জন্য একাধিক গাড়িও নিয়োজিত ছিল। কিন্তু বিষ্ণুপুর পার হওয়ার পরেই একটি তিন রাস্তার মরে হঠাৎ অভিনেতার গাড়ির সামনে একটি সাইকেল চলে আসে। আর সেই সাইকেল আরোহীকে বাঁচাতে সামনে থাকা গাড়িটি ব্রেক ধরলে পেছনে থাকা মিঠুনের গাড়িও ধাক্কা মারে সামনের গাড়িতে। এতে অভিনেতার গাড়ির পেছনে থাকা নিরাপত্তাবাহিনীদের গাড়িটিও মিঠুনের গাড়িতে ধাক্কা মারলে ক্ষতিগ্রস্ত হয় তার গাড়িটি।
পরে আসানসোল থেকে মিস্ত্রি আনা হয় মিঠুনের গাড়িটি মেরামত করার জন্য। তবে মিস্ত্রি এসে গাড়ি মেরামত করতে অনেক সময় লাগবে বলে জানায়। পরে সেই ভাঙা গাড়িতে করেই আসানসোলের দিকে রওনা দেন মিঠুন।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে বিজেপির সংগঠনের সার্বিক অবস্থা জানতেই মাঠে নেমেছে ‘সংগঠক’ মিঠুন চক্রবর্তীকে। রোববার (২৭ নভেম্বর) বোলপুরে একটি সভা করবেন বিজেপির এই নেতা।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।