মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় ২৯ জুলাই। এর আগে তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার দুই পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রায়ের এই দিন ঠিক করে দেয়।আপিল বেঞ্চের অপর সদস্যরা হলেন: বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
২০১৩ সালের ১ অক্টোবর রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দেয়।একই বছরের ১০ অক্টোবর সকল দণ্ড থেকে বেকসুর খালাস চেয়ে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। গত ১৬ জুন থেকে মঙ্গলবার পর্যন্ত দুই পক্ষের বক্তব্য শোনে আদালত।