ঢাকার মোগল স্থাপত্যের নিদর্শন লালবাগ কেল্লার দেয়াল ভেঙে গাড়ি রাখার স্থান তৈরির কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন দেয়াল আগের অবস্থায় ফিরিয়ে দেয়া হবে না তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল এ আদেশ দেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদনটি করে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, লালবাগ দুর্গের কিউরেটর, সংস্কৃতিবিষয়ক সচিব ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। আদেশের পর মনজিল মোরসেদ বলেন, দুটি পত্রিকায় এসেছে, কেল্লার দেয়াল ভেঙে গাড়ি পার্কিংয়ের জায়গা হচ্ছে। আইন অনুসারে এর কোন সুযোগ নেই, এটি অবৈধ। তাই কেল্লার বৈশিষ্ট্য যাতে পরিবর্তন করা না হয় এবং আইন অনুসারে যাতে সংরক্ষণ করা হয়, তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে এ রিট আবেদন করা হয়েছে।