ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্য দিয়ে রাজধানীসহ দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। ঢাকাসহ দেশের কোটি কোটি মুসলিম ঈদের নামাজ আদায় করেছে।
রাজধানীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিপরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মুসলিম দেশগুলোরর কূটনীতিগণ ছাড়াও সর্বস্তরের মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন।
গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিও মধ্যে সকাল ৭টা থেকেই মুসল্লিরা জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই জামাতে ইমামতি করেন চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা জালালুদ্দিন আল কাদেরী।
বায়তুল মোকাররম মসজিদেও পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদ প্লাজায় সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, মন্ত্রিপরিষদ সদস্যবগণ, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, সংসদ সদস্য, সংসদ সচিব, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি ও জাতীয় অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে স্পিকার আগত মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীর অন্যান্য স্থানের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে দক্ষিণ সিটি করপোরেশনে ২২৮টি এবং উত্তর সিটি করপোরেশনে ১৫১টি জামাত।
এ দিকে, দেশের সর্ববৃহত্ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে, সকাল ১০টায় । এতে লাখো মুসল্লি অংশ নেন।
এ দিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার থেকে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়েছে।
এ দিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদুল ফিতর উপলক্ষে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথকভাবে বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
বিরোধীয়
দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নগরীতে জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদ উপলক্ষে শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ ছাড়া, সড়ক দ্বীপে ঈদ মুবারক খচিত পতাকা উত্তোলন করা হয়।
ঈদের ছুটিতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
বিভাগীয় শহর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশালেও পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। এ ছাড়া, জেলা, উপজেলা ও ইউনিয়নসহ দেশজুড়ে ঈদ উদ্যাপিত হচ্ছে।