জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের আফগান প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি অন্তত এক বছর আগে মারা গেছে। গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠ সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, দীর্ঘ অসুস্থতার পর হাক্কানি মারা গেছে। তাকে আফগানিস্তানেই দাফন করা হয়েছে।
আজ শনিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, হাক্কানির মৃত্যুর বিষয়ে কয়েক বছর ধরেই গুজব আছে। সবশেষ তথ্যের সত্যতাও নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। তবে তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর তথ্যের সত্যতা গোষ্ঠীটির পক্ষ থেকে স্বীকার করার মাত্র এক দিন পরই হাক্কানি নেটওয়ার্কের নেতার মৃত্যুর তথ্য এলো।
তালেবান সূত্রকে উদ্ধৃত করে হাক্কানির মৃত্যুর খবর গতকাল শুক্রবার পাকিস্তানি গণমাধ্যমেও এসেছে। তবে আফগানিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হাক্কানি ছয় বছর আগে মারা গেছে।
তবে হাক্কানি নেটওয়ার্ক তাদের নেতার মৃত্যুর তথ্যের সত্যতা কখনোই স্বীকার করেনি।
পরিবারের সঙ্গে জড়িত এক ব্যক্তি হাক্কানির মৃত্যুর বিষয়ে গতকালের প্রতিবেদন অস্বীকার করেছেন। বিবিসির কাছে তিনি দাবি করেন, জালালুদ্দিন হাক্কানি এখনো বেঁচে আছেন। তবে তিনি অসুস্থ।
পাকিস্তানের আদিবাসী অঞ্চলভিত্তিক হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আল-কায়েদা ও তালেবানের সংশ্লিষ্টতা আছে। আফগানিস্তানে অনেক সংঘবদ্ধ হামলার পেছনে তাদের দায় আছে।