ভারতের হায়দ্রাবাদে সন্দেহভাজন হরকাতুল জিহাদ আল-ইসলামির (হুজি) ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২ জন বাংলাদেশি রয়েছেন। বাকি দুইজনের একজন পাকিস্তানি এবং অন্যজন মিয়ানমারের নাগরিক।
দেশটির স্বাধীনত দিবসের একদিন আগে আজ শুক্রবার তাদের আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
পুলিশ জানিয়েছে, চঞ্চলগুড়া এলাকায় একটি বাড়িতে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ নাজিরসহ চারজন দুই মাস আত্মগোপন করে আছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। নাজির পাঁচ বছর ধরে ভারতে আছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় দুইজনের সহায়তায় আটক চারজনই ভুয়া পাসপোর্ট ব্যবহার করে হায়দ্রবাদে অবস্থান করছিলেন। অভিযানে সন্দেহজনক কিছু জিনিসও জব্দ করা হয়েছে। আটককৃতরা কোনো ধরণের নাশকতা কার্যকলাপের সঙ্গে জড়িত কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।