শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতরা শিক্ষকতা পেশার কলঙ্ক। এদের চিহ্নিত করার মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে।’
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে উপবৃত্তি প্রদান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শিক্ষকতা একটি মহত্ পেশা, শ্রদ্ধেয় শিক্ষকদের মাঝখানে কিছু অসাধু লোক ঢুকে শিক্ষকতা পেশাকে কলঙ্কিত করছে। ইতোমধ্যে ৮/৯জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বলেছি, আপনারা এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যান, এই পেশায় আপনারা টিকতে পারবেন না।’