বনানীতে ট্রেনের কাটা থেকে পথশিশুকে বাঁচাতে গিয়ে জীবন দিলেন গার্মেন্টস কর্মী সুমন(৩৫)। সোমাবার বিকেল সাড়ে ৪টায় বনানী রেল ক্রসিংয়ের এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রেল লাইনের উপর একটি পথশিশু খেলা করছিল। এসময় ট্রেন আসলে সুমনে দৌড়ে গিয়ে শিশুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এতে শিশুটি বেঁচে গেলেও তিনি ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে তার সহকর্মী নায়েব আলীসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন বনানীর মেডোনা ফ্যাশন নামক একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইলের মাদারনগর গ্রামে।