রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে বিকাশ এজেন্টকে গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম মোহাম্মদ কাজল (৪৫)। ৩৭/১ উত্তর বেগুন বাড়িতে তার বিকশের দোকান রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের অদূরেই তার বাসা। কাজলের প্রতিবেশী আফসার উদ্দিন ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন কাজল। পথে তিন-চার জন ছিনতাইকারী তার পথরোধ করে সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে। এসময় ছিনতাইকারীদের সঙ্গে কাজলের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তার ডান পায়ে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
ব্যাগে সাড়ে তিন লাখ টাকা ও তিনটি মোবাইল ছিল বলে বলে জানান তিনি। আহত অবস্থায় কাজলকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে