বরগুনার আমতলী উপজেলার বঙ্গোপসাগর ও পায়রা নদীর মোহনায় তেতুলবাড়িয়া নামক স্থানে ভাঙ্গনের মুখে মাটিচাপা পড়েছে ফাতিমা আক্তার (৭) নামে এক শিশু। এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে সাতটার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের চুন্নু চৌকিদার (৬০) নাতনি ফাতিমাকে নিয়ে পায়রা নদীতে মাছ ধরতে যায়। হঠাৎ নদীর পাড় ভেঙে নানা-নাতনি দুজনই মাটিচাপা পড়ে। নানা উঠতে পারলেও নাতনিকে আর পাওয়া যাচ্ছে না।
ফাতিমা তেঁতুলবাড়িয়া গ্রামের সিদ্দিক মালের মেয়ে। সে নলবুনিয়া গোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।
তাকে উদ্ধারে পুলিশ, কোস্টগার্ড, জেলে ও স্থানীয়দের চেষ্টা অব্যাহত রয়েছে।
বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার ক্রাইম রিপোর্টার ২৪.কমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।