বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে লন্ডনে একাই বিয়ে করতে হয়েছে বলে জানালেন তার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দুটি সন্তান নিয়ে টিকিট কেটে লন্ডনে যাওয়ার মতো টাকা তখন আমার ছিল না। ছেলে-মেয়ে নিয়ে সেখানে কোথায় থাকবো, কি খাবো— এটিই ছিল বড় প্রশ্ন।’
বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন নারী- রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ রেজওয়ানা সিদ্দীক ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আনীত প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য দেন শেখ হাসিনা। এ কথা বলার সময় তার কণ্ঠ ভারি হয়ে আসে। তার ২০ মিনিটের বক্তব্যের পুরোটাই ছিল আবেগঘন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলা অধিবেশনে এসময় ছিল পিন-পতন নীরবতা।
স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার এখনও মনে আছে-জন্মের সময় টিউলিপ ছিল ছোট্ট ফুলের কুড়ির মতো। সেই ছোট্ট টিউলিপ এখন ব্রিটিশ পার্লামেন্টে। এমপি হওয়ার পর হাউস অব কমন্সে তার বক্তব্য শোনার জন্য লন্ডন গিয়েছিলাম। অল্প সময়ে এত চমত্কার ও সাবলিলভাবে সে বক্তব্য রেখেছিল, দেখে গর্বে আমার বুক ভরে গিয়েছিল। আসলে রক্ত কথা বলে। টিউলিপের বক্তব্যের মধ্যদিয়ে সেটি আবারও প্রমাণ হলো।’