জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
জানা গেছে, রবিবার রাত দুইটার দিকে বাসস্ট্যান্ড এলাকায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানোর পর ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা আসে। কিন্তু এর আগেই পুড়ে যায় হাওলাদার ডেকোরেটর,
ব্যাপারী ডেকোরেটর, আদিল ডিজিটাল স্টোর এবং নাসির ভিডিও। ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ারম্যান আব্দুল বাছেদ ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানান, খবর পেতে বিলম্ব হওয়ায় ঘটনাস্থলে পৌছাতে দেরি হয়েছে।