চীনের তিয়ানজিন বন্দরে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নগরীর উত্তরাঞ্চলীয় ডেপুটি প্রধান এক সংবাদ সম্মেলনে নিহতদের মধ্যে ২১ জন দমকল কর্মী থাকার কথা জানান।
বিস্ফোরক রাখার গুদামে ভয়াবহ ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কয়েকশ লোক আহত হয়েছে। কর্মকর্তারা বিস্ফোরণের সময় গুদামে ঠিক কি মজুদ ছিল তা সনাক্ত করতে না পারায় বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণের পর চীনের সামরিক বাহিনীর ২১৭ সদস্যের পরমাণু ও বায়োকেমিক্যাল বিশেষজ্ঞের একটি দলকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাতাসে বিষাক্ত গ্যাসের পরিমাণ স্বাভাবিক রয়েছে এবং ‘স্থানীয়দের জন্য এটা নিরাপদ’।