বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর থেকে নিউইয়র্কে গেছেন। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও মেয়ে। মির্জা ফখরুলের পারিবারিক সূত্রে এ তথ্য জানা যায়।
৬ মাস ৮ দিন কারাবন্দী থাকার পর গত ১৫ জুলাই ৬ মাসের জামিন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি। এরপর ২৬ জুলাই তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন।