চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় ৬৩ দশমিক ৪৯ শতাংশ পরীক্ষার্থী উর্ত্তীর্ণ হয়েছে। এই বারের ফলাফলে গত বছরের চেয়ে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা ৬ দশমিক ৫৫ কমেছে।
গতবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ০৪ । গত বছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিল ২৬৪৬ জন শিক্ষার্থী।
এবার জিপিএ ৫ পেয়েছে ২১২৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৫১৭ জন।
রবিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের ষোলশহরস্থ চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এই বোর্ডের অধীনে এই বছর চট্টগ্রাম মহানগরী, জেলা ও তিন পার্বত্য জেলার ২১৭টি কলেজ থেকে ৮০ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে