গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া গোলচত্তরে এই দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানি থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বাবু মিয়া (৪০), মিজানুর রহমান (৩৫), মেহেদী বেগম (৩৮), তানিয়া বেগম (৩০), নাসিম (১৯), বৃষ্টি (১৩) ও মাইক্রোবাস চালক হানিফ মিয়া (২৭)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে গোপালগঞ্জের ব্যাসপুর থেকে ছেড়ে আসা ব্যাসপুর-বেনাপোল রুটের একটি যাত্রীবাহী বাস উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্তরে পৌঁছুলে কালনা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে তিনজন নারী ও মাইক্রোবাসের চালকসহ ছয়জন নিহত হয়। পরে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
আহতেদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।