সাইকেল সার্কাস ও স্ট্যান্ড খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে কুমিল্লা জিলা স্কুলের ছাত্র রাফি কে অপহরণ ও মারধর করে মারাতœক আহত করেছে সন্ত্রাসীরা। মোগলটুলী এলাকার বাসিন্দা এ আর জাহাঙ্গীর আলমের পুত্র শামবিল আলম রাফিকে রোববার সন্ধ্যায় কুমিল্লা নগরীর জিলা স্কুলের সামনে থেকে ৫টি মোটর সাইকেল যোগে ১০ জন সন্ত্রাসী এসে রাফিকে জোর করে মোটর সাইকেলে তুলে প্রথমে পুরাতন চৌধুরী পাড়া টিএনটি এলাকার একটি পরিত্যাক্ত বিল্ডিংয়ের ভেতর নিয়ে মারধর করে, পরে রাফিকে তারা মাঝিগাছা এলাকায় নিয়ে হত্যার পরিকল্পনা করে।এর মধ্যে সন্ত্রাসীদের মধ্য থেকে তকি নামে একজন রাফির খালাতো ভাই ইউসা কে ফোন করে রাফিকে অপহরণের কথা জানায় এবং তাকে নিয়ে যাবার আহবান জানায়। রোববার রাত সাড়ে ১০ টার দিকে রাফিকে কুমিল্লা শহরের মোগলটুলী মুন্সি আর্ট প্রেসের মালিক মিজানের কাছ থেকে রাফিকে উদ্ধার করে নিয়ে আসে রাফির বাবা জাহাঙ্গীর আলম ও অন্যান্যরা। উদ্ধার হওয়ার পর রাফি জানায় সাইকেল খেলাকে কেন্দ্র করে রাজিন,শাওন,ফাহিম চৌধুরীসহ আরো কয়েকজন তাকে মুখ ও গলা চেপে জোর করে তুলে নিয়ে যায় এবং ব্যাপক মারধর করেছে। আহত অবস্থায় রাফিকে রাত ১১ টায় জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাফিকে বাসায় নিয়ে আসা হয়। এঘটনা বিচার চেয়ে রাফির বাবা এ আর জাহাঙ্গীর আলম ২০ জুলাই কুমিল্লা কোতয়ালী থানায়একটি মামলা দায়ের করেছেন কোতয়ালী থানার ওসি মামলাটি তদন্তের জন্য নির্দেশ প্রদান করেছেন।