কিশোরগঞ্জের তাড়াইলে পুকুরের পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে উপজেলার রাউতি ইউনিয়নের মেজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- রাউতি ইউনিয়নের মেজগাঁও গ্রামের আব্দুস সালামের দুই শিশু কন্যা সুমাইয়া (৯) ও তানিয়া (৫) এবং তাদের ফুফাতো বোন একই ইউনিয়নের দাউদপুর গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে ঝুমা আক্তার (৭)।
এলাকাবাসী ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানান, শনিবার ঝুমাকে নিয়ে ভাইয়ের বাড়ি দাউদপুর গ্রামে বেড়াতে এসেছিলেন তার মা। সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে কাউকে না জানিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় সুমাইয়া, তানিয়া ও ফুফাতো বোন ঝুমা। এ সময় পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে পানিতে ভাসতে দেখে এলাকাবাসী তাদের মৃতদেহ উদ্ধার করে।
রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক ঘটনার সত্যতা ক্রাইম রিপোর্টার ২৪.কমকে নিশ্চিত করেছেন।