বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারাবন্দী খন্দকার মোশাররফ হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা অনুভব করায় গতকাল বুধবার রাতে তাঁকে কাশিমপুর কারাগার থেকে হাসপাতালে আনা হয়। তাঁর ছেলে খন্দকার মারুফ মোশাররফ ক্রাইম রিপোর্টার ২৪.কমকে এ কথা জানান।
অর্থপাচারের অভিযোগে করা দুদকের মামলায় গত বছরের ১২ মার্চ খন্দকার মোশাররফকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
মারুফ জানান, খন্দকার মোশাররফকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে ভুগছেন। এর আগে গত ১০ মে তিনি কারাগারের শৌচাগারে পড়ে গিয়েছিলেন।
কারাবন্দী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন।